নিজস্ব প্রতিবেদক ্:
রাজশাহী মহানগরীতে গুলিতে অন্তর নামের একব্যক্তি আহত হয়েছে। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নগরীর অলোকার মোড়ে এ ঘটনা ঘটে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে দু’জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃতরা হলো, সগরীর সপুরা এলাকর আরিফুর রহামন (২৫) ও সবুজ (২৪)। তবে কি ঘটনা নিয়ে গুলির ঘটনা ঘটেছে তা জানা যায়নি।এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ
ওসি আমান উল্লাহ বলেন, গুলিতে আহত হওয়ার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কি কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেন নি।এদিকে, বৃহস্পতিবার সকালে নগরীর সপুরা এলাকায় মোয়াজ্জেম হোসেন লিটন নামের এক যুবককে গরম পানি দিয়ে মুখ ঝলসে দেওয়া হয়েছে। তাকেও উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতের অভিযোগ, জুয়ার সংবাদ প্রকাশ করতে সহযোগিতা করায় জুয়াড়িরা তার মুখে গরম পানি দিয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে