নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বাই সাইকেলে করে গাঁজা বিক্রি করতে এসে পুলিশের হাতেনাতে ধরা খেয়েছে জাহিদ হাসান নাইম (১৯) নামের এক যুবক। সে নগরীর কর্ণহার থানাধীন ধর্মহাটা এলাকার মৃত সাকিম উদ্দিনের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আরএমপির এয়ারপোর্ট থানাধীন পুর্ব বাঘাটা এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জানা গেছে, আরএমপির কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের বাসিন্দা জাহিদ হাসান নাইম নামের ওই যুবক বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাইসাইকেলে একটি ব্যাগের মধ্যে করে অভিনব কায়দায় বাজার করা ব্যাগের মধ্যে করে গাঁজা নিয়ে যাচ্ছিলো। এ সময় এয়ারপোর্ট থানার এএসআই মিনারুল সঙ্গীয় ফোর্সসহ তাকে চ্যালেঞ্জ করে ব্যাগে তল্লাশী চালিয়ে ৩০০
গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি রাজিবুল ইসলাম বলেন, সারাদেশে মাদক বিরোধী অভিযান চলছে। তার অংশ হিসেবে দেশ থেকে মাদক নিমূল করার লক্ষ্যে এয়ারপোর্ট থানা শুরু থেকেই জোরালো কার্যক্রম অব্যাহত রেখেছে। তার অংশ হিসেবে বুধবার গাঁজা বিক্রি করতে আসা যুবককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না।
খবর ২৪ ঘণ্টা/এমকে