নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার বরকতপুর নন্দনগাছি গ্রামের মৃত আজহারের ছেলে আলতাফ সরকার (৪৫) ও একই উপজেলার পাটিয়াকান্দি গ্রামের শফিউলের ছেলে সোহানুর রহামন (২২)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি গোপন
সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে ২.১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহানুর রহমান ও আলতাফ সরকারকে আটক করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর