রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো, রাজশাহী জেলার বাগমারা থানার সারন্দী মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে শামীম রেজা(২৮) ও সারন্দী নিশুপাড়া গ্রামের মোঃ ইসহাক আলীর ছেলে সাগর(২২)।
পুলিশ জানায় , গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তাঁর টিম ৩১ জুলাই মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পবা থানার মধুসুদনপুর এলাকায় দুইজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ডিবি পুলিশের ওই টিম বিকেল ৫.৪০ টায় ঘটনাস্থলে পৌঁছে শামীম রেজা ও সাগরদ্বয়কে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।