নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার আন্ধারকোঠা নতুন কসবা সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে ১টি গাঁজার গাছসহ জুলমত (৫২) নামের একব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তি আরএমপির দামকুড়া থানারর আন্ধারকোঠা নতুন কসবা এলাকার মৃত মহিব উদ্দীনের ছেলে। গত শনিবার রাতে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দামকুড়া থানাধীন আন্ধারকোঠা নতুন কসবা সাকিন গ্রামে অভিযান চালিয়ে ১ টি গাঁজার গাছসহ জুলমতকে আটক করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।