নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে ফাতেমা খাতুন (২৩) নামের এক যুবতী নারী আত্মহত্যা করেছেন। তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন পাঠানপাড়া এলাকার একটি মেসে বসবাস করতেন ও নগরীর উপশহর এলাকায় একটি একাডেমিতে চাকুরি করতেন। ওই নারীর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাশেমপুর গ্রামের আতাউর রহমানের মেয়ে।
জানা গেছে, আজ রোববার রাত আটটার দিকে তার মেসের অন্য মেয়েরা তার সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে। এতে ফাতেমা সাড়া না দিলে তারা আরো অন্য মেয়েদের ডাকে। তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে অন্যান্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার লাশ হাসপাতালে মর্গে রাখা হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্স জানায়, চিকিৎসক ঐ নারীকে মৃত ঘোষণা করার পর তার লাশ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি কিন্তু কেন সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। খোঁজ নিতে ঘটনাস্থলে যাচ্ছি।
এস/আর