নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে ফাহিমা আক্তার চাঁদনি (২৪) নামের এক মেডিকেল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চাঁদনী রাজশাহী মেডিকেল কলেজের ৫৫ তম এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামীর সালেহিন রনি। তিনিও মেডিকেল কলেজে পড়াশেনা করেন। বৃহস্পতিবার দিবাগত রাত (৩ জুলাই) ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিক মৃত চাঁদনির বান্ধবীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চাঁদনির স্বামী রনি তাকে মোবাইলে একাধিকবার কল দিয়েও না পেয়ে বিষয়টি তার বান্ধবীদের জানায়। তার বান্ধবীরা দাসপুকুরের ভাড়া বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। এ সময় তারা অনেক ডাকাডাকি করলেও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চাঁদনিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে তারা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আরো জানানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ বিষয়ে জানতে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।
খবর২৪ঘণ্টা/এমকে