নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শিরিন বেগম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি মতিহার থানার খোজাপুর এলাকার টিটুর স্ত্রী। টিটু পেশায় স্বর্ণকার। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ তিন সন্তানের জননী।
পরিবারের বরাত দিয়ে মতিহার থানার ওসি তদন্ত মাহবুব জানান, বেলা ১টার দিকে পরিবারের সদস্যরা ফ্যানের সাথে গামছা দিয়ে শিরিনকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, গৃহবধূ শিরিনের মানসিক সমস্যা ছিল। এ জন্য মাঝেমধ্যেই আত্মহত্যার কথা বলতো।
পরে নিহতের বাবা লাশ ময়নাতদন্ত না করার জন্য থানার কাছে লিখিত আবেদন করেছে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কোন এক সময়ে সে আত্মহত্যা করেছে।
খবর২৪ঘণ্টা/এমকে