নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-২ সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় তিনি বিগত সময়ে রাজশাহী মহানগর এলাকায় যে উন্নয়ন করেছেন তার চিত্র তুলে
ধরেন। সারাদেশ ব্যাপী সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে উন্নয়ন অব্যাহত রাখার জন্য আবারো বর্তমান সরকারের ক্ষমতায় আসার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।