নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সাথে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পুনর্বাসন কেন্দ্র সিআরপির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাফি কনসালটেন্ট ডা. মিজানুর রহমান ও সিআরপির সহকারী প্রকল্প কর্মকর্তা লুভমা ইয়াসমিন। পরামর্শ সভায় জানানো হয়,
সিআরপি মেডিকেল চেকআপ, প্রতিবন্ধী বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, স্কুল ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন তৈরি ও সহায়তা, এ্যাডভোকেসি ও কনসালটেশন মিটিং ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান। সভায় ডা. মিজানুর রহমান জানান, প্রতিবন্ধী ছাড়াও এখান থেকে সব ধরণের মানুষকে বিনামূল্যে ফিজিওথেরাপি দেওয়া হয়। সিআরপি রাজশাহী মহানগর, বাগমারা ও মোহনপুর উপজেলায় কার্যক্রম চালিয়ে আসছে।
আর/এস