নিজস্ব প্রতিবেদক : বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃতি নারীদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগরীর মোল্লাপাড়াস্থ একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার রাজশাহী বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন,
একাডমি নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, সদস্য যোগেন্দ্রনাথ সরেন, সদস্য গাব্রিয়ে হাঁসদা, সদস্য চিত্তরঞ্জন সরদার, সদস্য কামিল্লা বিশ্বাস, সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার ও মিসেস সুহাসিনী হাসদা। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এর আয়োজন করেন। পরে নারীদের সম্মাননা প্রদান করা হয়।
আর/এস