1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি আয়োজিত ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০-২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মহিলা কমপ্লেক্স মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, দেশ ট্র্যাভেলস্ এর সিনিয়র এসিস্ট্যাান্ট ডিরেক্টর ওয়ালিউল হাসান তারেক, ওয়ালটন রাজশাহীর সিনিয়র এ্যাসিসট্যান্ট ডিরেক্টর বানিজ মিঞা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। শুভেচ্ছা বক্তব্য দেন শেখ মো: মামুন ডলার।
উল্লেখ্য, মহিলা কমপ্লেক্স মাঠে দুপুর ১২টায় ফাইনাল ম্যাচে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ বনাম রাজশাহী রাইডার্স আরাথ স্পোর্টস প্রতিদ্ব›িদ্বতা করে। শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী রাইডার্স আরাথ স্পোর্টস নির্ধারিত ২০ ওভারের ৬ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ৫ উইকেটে জয়লাভ করে। রাজশাহী ক্রিকেট একাডেমির আয়োজনে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সারাদেশ থেকে ৮০ টি দলের ১২০০ জন ক্রিকেট খেলোয়াড়ের অংশগ্রহণ করেছিল। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফি, নগদ অর্থসহ অন্যন্য পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কে মেডেল ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে মেডেল সহ ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team