নিজস্ব প্রতিবেদক :
কোনো ধরণের মামলা ছাড়াই পুলিশ কর্তৃক ধানের শীষ প্রতীকের সমর্থকদের গ্রেফতার করায় রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে বিএনপি। রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে এ লিখিত অভিযোগ করেন ধানের শীষ প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. ওয়ালীউল হক রানা। অভিযোগে জানানো হয়, ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১১টার দিকে নগরীর মতিহার থানার চর কাজলা এলাকার আজিজুল হকের ছেলে লালনকে কোনো ধরণের মামলা বা ওয়ারেন্ট ছাড়াই আটক করে পুলিশ। নগরীর মতিহার থানার ডাশমারি এলাকার আব্দুল খালেকের ছেলে রফিকুলকে রাত টার দিকে কোনো
মামলা ও ওয়ারেন্ট ছাড়াই নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। নগরীর মতিহার থানার ডাশমারি এলাকার আমজাদ হোসেনের ছেলে ধানের শীষে প্রতীকের সমর্থক রুবেলকে রাত সাড়ে ১২টার দিকে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই নিজ বাসা থেকে আটক করে
পুলিশ। ২২ ডিসেম্বর বিকাল ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন ১নং ওয়ার্ডের ধানের শীষের সমর্থক জহুরুলকে নগরীর গুড়িপাড়া ক্লাবের মোড় থেকে আটক করে পুলিশ। ২২ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে বৌবাজার আসাম কলোনী এলাকার আ: সালামের ছেলে ইমন শেখকে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই আটক করে চন্দ্রিমা থানা পুলিশ। অভিযোগে আরো জানানো হয়, ২২ ডিসেম্বর
নগরীর জিরো পয়েন্ট থেকে সোনাদিঘী মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ও কেটে ফেলা হয়েছে। এ ছাড়া আরো অভিযোগ করা হয়েছে রাজশাহী-২ সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পোষ্টারে শেখ হাসিনার ছবি সংযুক্ত করে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে যা ইতিমধ্যে সাতক্ষীরায় রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়ার পরে নৌকা প্রতীকের সমর্থকরা পোষ্টার সরিয়ে নিয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার দাবি জানোনো হয়।
খবর ২৪ ঘন্টা/আর