নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ হাফিজুর রহমান (৪৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত ইলাহী বক্সের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন ওমরপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে আটক করে। আটক হেরোইনের মূল্য ১ কোটি টাকা। আসামীর বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর