নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এবং ৫০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (৪৫) কে আটক করেছে পুলিষ। পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মৃত আজের মোল্লার ছেলে। রাজশাহী জেলা পুলিশের
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাতে চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং ৫০ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রহমানকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে চারঘাট থানায় ৯টি মামলা আছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের ৬টি গ্রেফতারী পরোয়ানা মুলতবি আছে।
খবর ২৪ ঘণ্টা/আর