সংবাদ বিজ্ঞপ্তি :
“যত্ন ভালবাসায় আমাদের পরিবার” এই মূলসুরকে সামনে রেখে রাজশাহী পদ্মারপাড় সীমান্তে অবকাশ ক্যান্টিন, কারিতাস পরিবার দিবস ২০১৯ অনুষ্ঠিত হয় । উদ্দেশ্য পারিবারিক বন্ধনের ন্যায় একে অপরের সাথে পরিচিতি হওয়া, পরস্পর-পরস্পরকে গঠনে সহায়তা করা এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করা। এখানে কারিতাস বছরে একবার তাঁদের কর্মী/কর্মকর্তাসহ পরিবারের সকল সদস্য-সদস্যাদের নিয়ে একসঙ্গে মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত
আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা। প্রধান অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ সাধারণ ও কার্যনির্বাহী বোর্ডের সদস্য রেভারেন্ড ফাদার পল গমেজ। বিশেষ অতিথি ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চল চ্যাপ্লেইন রেভারেন্ড ফাদার উইলিয়াম মুর্মু, রেভারেন্ড ফাদার বিকাশ এইচ. রিবেরু এবং কারিতাস রাজশাহী অঞ্চল আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য আব্দুস সামাদ মন্ডল । এছাড়া কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসের সকল কর্মী/কর্মকর্তাসহ তাঁদের পরিবারের সদস্য-সদস্যাসহ প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর