বিশেষ প্রতিবেদক :
মাত্র তিন দিন আগেও রাজশাহী মহানগরীর বাজারগুলোতে কাঁচা মরিচের দাম ছিল ৪০ টাকা কেজি। দাম কম হওয়া সত্তে¡ও খুচরা ব্যবসায়ীরা ক্রেতাদের ডেকে ডেকে কাঁচা মরিচ ব্যাগে ঢুকিয়ে দিতেন। আর এখন মাত্র তিন দিনের ব্যবধানে সেই মরিচের দাম বেড়েছে তিনগুণ। ৪০ টাকা কেজির মরিচ বাজারে এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি।
হঠাৎ করে কাঁচা মরিচের দাম তিনগুন বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতার বলছেন, হঠাৎ করে মরিচের দাম কেন এত বেড়ে যাবে? কিছু দাম বাড়তে পারে। কিন্ত এত দাম বাড়ার কোন কারণ নেই। তাই ক্রেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তাক্ষেপ কামনা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র রমজান মাসের পূর্বে থেকেই রাজশাহী মহানগরসহ আশেপাশের বাজারগুলোতে মরিচ ২০ থেকে ৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। রমজান মাসেও এর দামের তেমন কোন প্রভাব পড়েনি। ঈদের পরেও দাম কম ছিল। গত তিন আগে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এক লাফে ৪০ টাকা কেজি থেকে ১২০ টাকা কেজি দরে উঠে যায়। এ নিয়ে কম আয়ের মানুষসহ ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
কোর্ট স্টেশন বাজার সবজি কিনতে আসা আব্দুল্লাহ নামের এক ক্রেতা বলেন, যে মরিচের দাম তিনদিন আগেও ৪০ টাকা কেজি ছিল। সেই মরিচের দাম এখন ১২০টাকা কেজি। ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়িয়ে দিচ্ছেন। তারা যা ইচ্ছা তাই করছে। এ জন্য প্রশাসনের উচিত কালোবাজারিদের আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি দেওয়া দরকার। তাহলে কেউ আর এমন অনিয়ম করার সাহস পাবে না।
রহিম নামের এক খুচরা ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি বলেন, পাইকারী বাজারে দাম বেড়ে গেছে। তাই বেশি দামে বিক্রি করছি। এখানে আমাদের কিছু করার নেই। দাম আরো বাড়বে। অন্য সবজির দাম বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
খবর২৪ঘণ্টা/এমকে