নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল ফাহিম (১৮) খুনের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী আজমীর হাসান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে আটক প্রধান আসামী হলো, নগরীর রাজপাড়া থানার কামাল খাঁর মোড় ভাটাপাড়া এলাকার বশির আলমের ছেলে। নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, কলেজ ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী আজমীরকে গ্রেফতার করা হয়েছে। আজমীর হত্যা মামলার প্রধান
আসামী। এর আগে এ হত্যা মামলার এজাহার নামীয় দ্বিতীয় আসামী রাকিব হাসান আবিরকে গ্রেফতার করে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়াস্থ বনলতা আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজমির হাসান ও রাকিব হাসান আবির বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল-ফাহিমকে
ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা গোলাম হোসেন বাদী হয়ে নগরীর শাহমখদুম থানায় ২ জন আসামীর নাম উল্লেখ করে এবং ৩/৪ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার আবির ও শুক্রবার আজমীরকে গ্রেফতার করে পুলিশ।
আর/এস