নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে কলেজ ছাত্রী লিজা রহমান (১৮) এর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার মামলার আসামী তার শ্বশুর মাহবুব আলম ও শাশুড়ি নাজনিন বেগম আগাম চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছেন। তারা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অগ্রিম জামিন নেন। তবে জামিনের মেয়াদ শেষ হলে রাজশাহীর আদালতে তাদের আত্মসমর্পন করতে হবে। এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, নিহত লিজার বাবার দায়ের করা আত্মহত্যার প্ররোচণা মামলার আসামী সাখাওয়াত কারাগারে রয়েছেন। তবে গ্রেফতার হওয়ার
আগে তার শ্বশুর ও শাশুড়ি উচ্চ আদালত থেকে আগাম চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছেন। তারা এখন জামিনে আছেন। জামিনের মেয়াদ শেষ হলে তাদের রাজশাহীর আদালদে আত্মসমর্পন করতে হবে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেমবর দুপুরে কলেজ ছাত্রী লিজা রহমান পাবিবারিক কলহের জের ধরে থানায় অভিযোগ করতে গিয়ে বের হয়ে এসে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর লিজার বাবা বাদী হয়ে স্বামী সাখাওয়াত ও তার শ্বশুর-শাশুড়ির নামে প্ররোচণার অভিযোগ এনে শাহমখদুম থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তার স্বামী সাখাওয়াতকে গ্রেফতার করা হয়। পুুলিশ তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল গেটে দু’দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর পুলিশ তাকে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করে।
আর/এস