নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ থেকে আরো ১৫৫ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলা করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৭৪ জনে। সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজশাহী জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৪১৭
জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৬৭৪ জন সুস্থ ও ২৮ জনের মৃত্যু হয়েছে। বাকিরা হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় পুঠিয়া উপজেলায় চলতি বছরের ১২ এপ্রিল।
এমকে