নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় করোনা থেকে আরো ৯ জন করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন সুস্থ নিয়ে জেলায় মোট ২ হাজার ৪৫৮ জন সুস্থ হয়েছে। সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরেছেন।
রাজশাহী জেলায় মোট এ পর্যন্ত ৪২০২ জন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের ও সুস্থ হয়েছে ২ হাজার ৪৫৮ জন। উল্লেখ্য, রাজশাহী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত ১২ এপ্রিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
এমকে