নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি। আলোচনা সভায় আরএমপি কমিশনার হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশের
অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক আবুল কাশেম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেন্স) সালমা বেগম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) হেমায়েতুল ইসলাম, ডিসি তারিকুল ইসলাম, নগর পুলিশের মুখপাত্র এডিসি গোলাম রুহুল কুদ্দুস প্রমূখ।
আর/এস