নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও রূপকল্প-২০২১ এর সফল বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয়বারের মত আজ ১২ ডিসেম্বর বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার এর আয়োজনে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ এ জাতীয় পর্যায়ের খ্যাতনামা শিল্পীসহ রাজশাহীর স্থানীয় জনপ্রিয় ব্যান্ডদল সংগীত পরিবেশন করেন। কনসার্ট অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে খ্যাতনামা শিল্পীদের সংগীত পরিবেশনা উপভোগ করেন। এর আগে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে ¯েøাগানে গোদাগাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালন করা হয়েছে। এই উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের শহিদ ফিরোজ চত্ত¡র প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল হোসেন, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।