নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মহানগরীতে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। প্রধান বক্তা ছিলেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় সঞ্চালনা করেন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক
দেবাশিষ প্রামানিক দেবু। জনসভা থেকে বক্তারা সরকারের বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর তীব্র সমালোচনা করেন। সেই সাথে জনগনের ভোটাধিকার পুনরায় ফিরিয়ে দেয়ার দাবিও জানান। শিল্প কলকারখানা উল্লেখ্যহারে বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।