নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সিএন্ডবি মাঠে আগামী ২ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ওয়ান ব্যাংক পুষ্প মেলা। সকাল ১০টায় প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন, রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম। সোমবার সকালে পুষ্প মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দীন বাবু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পুষ্প মেলায় এবার ১৬টি স্টল থাকবে। সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই. এম. মনিরুজ্জামান ছানা, পুষ্প মেলার আহবায়ক শরিফুল আবেদীন, ওয়ান ব্যাংকের রাজশাহীর ব্যবস্থাপক আব্দুল মান্নান, সংঘের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ইলিয়াস হোসেন প্রমুখ। মেলা চলবে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত।
খবর২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।