নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর আ’লীগ। জেলা ও নগর আ’লীগের পক্ষ থেকে নগরীতে মাইকে প্রচার করা হচ্ছে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামীলীগের দলীয়
কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় মহানগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবল ুসরকারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস