নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চন্ডিপুর প্রিমিয়ার লীগ (এসপিএল)-২০১৯ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। জানা গেছে, রুপালি যুব সংঘ আয়োজিত এ ক্রিকেট খেলায় ফাইনালে মুখোমুখী হয়েছিল ইয়াং স্টার ক্লাব ও সানবার্ড ক্রিকেট ক্লাব। ফাইনাল খেলায় সানবার্ড দলকে হারিয়ে
চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং স্টার ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন মেয়র খায়রুজ্জামান লিটন।এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাত নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস