নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে এস এ পরিবহনের গুদাম ঘর থেকে ৭৬ লাখ টাকা মুল্যের বিপুল পরিমান বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নগরীর কুমারপাড়াস্থ এসএ পরিবহনের বুকিং কক্ষে রাখা একটি পিকআক ভ্যানের ভেতর থেকে নকল সিগারেটগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেটগুলোর আনুমানিক মূল্য ৭৬ লাখ টাকা। এ সময় নবাব আলী নামের এক পিকআপ ভ্যান চালককে আটক করা হয়েছে। তিনি নগরীর মেহেরচন্ডী এলাকার ওহাব আলীর ছেলে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।