নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এসএটিভির ক্যামেরাপার্সন আবু সাঈদ করোনা পজিটিভ হয়েছেন । গতকাল সোমবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে গতকাল সোমবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেন নমুনা সংগ্রহ করার পর তাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় না পরীক্ষার পর তার কোনো পজিটিভ আসে বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তিনি সুস্থ আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এই প্রথমবারের মতো রাজশাহীতে কোনো গণমাধ্যম কর্মী করোনা পজিটিভ হলেন।
এমকে