নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ১৭তম ব্যাচের পূর্নমিলনী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মেডিকেল কলেজ অডিটরিয়ামে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধাপক ডা. মাসুম হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. এমএ বারী, অধ্যাপক ডা. নাজিম উদ্দিন, অধ্যাপক ডা. শামসুজ্জামান চৌধুরী, বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, অধ্যাপক ডা. রনজিত কুমার ভৌমিক। ১৭তম ব্যাচ থেকে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আকরাম হোসেন, কোলকাতার শিশু
বিশেষজ্ঞ ডা. ননী গোপাল, ডা. রাগীব হোসেন, ডা. ওয়াসিম হোসেন ও প্রফেসর ডা. সেলিমুজ্জামান ও রাজশাহীর সাবেক সিভিল সার্জন ডা. নিলুফার ফেরদৌসি। মরহুম চিকিৎসকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ১৭তম ব্যাচের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে