নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে করোনা আতঙ্কে সুন্নতে খাৎনার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তালাইমারী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, করোনার কারণে গণজমায়েত নিষিদ্ধ থাকার পরেও সুন্নতে খাৎনার অনুষ্ঠানের জন্য ৩০০ থেকে ৪০০ লোকের দুপুরের খাবার আয়োজন করেন ভদ্রা এলাকার আতর আলী নামের এক ব্যক্তি। ওই অনুষ্ঠানের জন্য প্যান্ডেলও তৈরী করা হয়। ওপরে ছামিয়ানা দিয়ে ডেকোরেটরের মাধ্যমে প্যান্ডেল
করেন আতর আলী। পাশাপাশি সকাল থেকেই চলতে থাকে রান্নার কাজ। অতিথি আপ্যায়নের জন্য কাটা হয় গরু। কিন্তু করোনা আতঙ্কে কারণে স্থানীয়দের মাঝে এ নিয়ে বিরুপ প্রভাব তৈরী হয়। এরপর বিষয়টি জানার পর তালাইমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ বিষয়ে এসআই মাসুদ রানা বলেন, করোনা আতঙ্কের কারণে সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও গণজমায়েত করে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে আয়োজককে বলা হয়েছে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে।
এমকে