1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে এবার লবণকাণ্ড! দোকানে ক্রেতাদের লাইন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

রাজশাহীতে এবার লবণকাণ্ড! দোকানে ক্রেতাদের লাইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
লবণ কিনতে ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজের পর এবার রাজশাহীতে লবণকাণ্ড শুরু হয়েছে। ২০০ টাকা কেজি লবণ হবে এমন গুজবে নারী-পুরুষ সবাই কম দামে লবণ কিনতে মুদিখানায় ভিড় জমাচ্ছেন। গুজব ছড়িয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা লাভবান হওয়ার চেষ্টা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এটিকে গুজব আখ্যা দিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওযার পরামর্শ দেয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালেল পর রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে যে লবণের দাম ২০০ টাকা কেজি উঠে যাবে। এরপর জনগন লবণ কিনতে দোকানে ভিড় জমায়। অন্যান্য দিনের দামের থেকে এদিন বেশি দামে লবণ বিক্রি করেন বিক্রেতারা। নগরীর প্রায় প্রত্যেক এলাকার দোকানে লবন বিক্রি করা হয়।

কোন ক্রেতা একসাথে ১০-১৫ কেজি লবণ কিনে নেন। আবার কেউ কেউ ২০ কেজি লবণ কেনেন। চাহিদা বাড়ায় দোকানীরাও দাম বাড়িয়ে দেন। পাড়া-মহল্লার দোকানেও একই অবস্থা দেখা দেয়। মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের সাহেব বাজার এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় বাজারে আসা নার-পুরুষ প্রত্যেকের হাতে লবণ রয়েছে। প্রত্যেকের কাছেই একাধিক প্যাকেট ছিল। দাম বেড়ে যাবে এমন শঙ্কায় তারা লবণ কিনেছেন।

জাহিদা নামের এক নারী বলেন, গুজব বলেন আর যায় বলেন, পেঁয়াজের দাম এত বাড়বে কেউ কি ভেবেছিল? দামতো বেড়েছে। তাই লবণ কিনছি।

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। গুজবে কান দেয়া যাবে না। যে দোকানদার বেশি দামে লবণ বিক্রি করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team