রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে পুলিশের এএসআই থেকে এসআই পদে পদোন্নতির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (সাপ্লিমেন্টারি) ২০২০ এর এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বেলা ২টায় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় বাংলাদেশ পুলিশের অধস্তন
কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (সাপ্লিমেন্টারি) ২০২০ এর এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল বাতেন, বিপিএম, বিপিএম।
এস/আর