নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৮টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদেরের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন,
ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। রাজশাহী ৮টি উপজেলায় মোট ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন।
খবর ২৪ ঘণ্টা/আর