নিজস্ব প্রতিবেদক :
গাজিপুর থেকে অপহরণ হওয়া সেই স্কুলছাত্রী বর্ষা (১৪) কে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে তাকে আরএমপির উর্দ্ধতন কর্মকর্তা ও শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তার উপস্থিতে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, শুক্রবার শ্রীপুর থানার একজন পুলিশ কর্মকর্তার উপস্থিতে ওই স্কুল ছাত্রীকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য জানা যাবে। স্কুলছাত্রী বর্ষা অপহৃতদের হাত
থেকে উদ্ধার হওয়ার পর জানিয়েছিল অপহৃত মাইক্রোবাসে আরো তার দুই বান্ধবী রয়েছে তাদের অবস্থা কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দুটি মেয়ে ওই দিনও স্কুলে ক্লাস করেছে। রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানোর পরও এমন কিছু পাওয়া যায়নি। বিষয়টি রহস্য থেকে যাচ্ছে। অধিকতর তদন্তে সেটি বের হয়ে আসবে। তিনি আরো বলেন, মেয়েটির কথার সাথে ঘটনা মিলছে না। যারা অপহৃত হয়েছে বলে জানানো হয়েছে তারা বাড়িতেই রয়েছে। উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে এক ফার্মেসীর মালিকের মাধ্যমে ওই মেয়েটি নগরীর মতিহার থানায় যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী সেসহ তার আরো তিন বান্ধবী অপহরণ
হয়েছিল। স্কুলছাত্রী বর্ষা গাজিপুরের শ্রীপুর উপজেলার শান্তিনগর এলাকায় পরিবারের সাথে থাকে। তাদের গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তার বাবা গার্মেন্টসে কাজ করার সুবাদে তারা গাজিপুর থাকে। সে ওই এলাকার একটি স্কুলের ৭ম শ্রেণীতে পড়াশোনা করে।
আর/এস