নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ইয়াবা ও হেরোইনসহ বাবু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে চন্ডিপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করে। আটক বাবু ওই এলাকার শাজাহানের ছেলে।
নগরীর রাজপাড়া থানার এসআই মাহবুবুর রহমান জানান, নগরীর চণ্ডিপুর বাসিন্দা বাবু নিজ বাড়িতে মাদকসহ অবস্থান করছে। এমন খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ ওই বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তাকে
আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি আরো জানান।
খবর২৪ঘণ্টা/এমকে