রাজশাহী মহানগরীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি ছোরা ও ১ টি হাসুয়াসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর মথুরডাঙ্গা গ্রামের নওশাদ আলীর ছেলে আরিফ হোসেন ডলার (২৬), মৃত ফুলুয়া বাবুর ছেলে শ্রী রাহুল (৩২) ও ইসলামের ছেলে নাজির (৩৩)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ১০ আগষ্ট মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার সুজানগর বালুর মাঠের পশ্চিমে পুকুর পাড়ে তিন জন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে ডিবির ওই টিম বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরিফ হোসেন ডলার (২৬), শ্রী রাহুল (৩২) ও মোঃ নাজির (৩৩)কে গ্রেফতার করে। এ সময় তল্লাশী করে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১ টি ছোরা ও ১ টি হাসুয়া উদ্ধার হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর