নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, নগরীর কাটাখালি থানাধীন ডাঙ্গন ডায়েরপাড়া এলাকার আজিজুল হুদার ছেলে জনি সরকার (২৭) ও আরএমপির বেলপুকুর থানাধীন ছোট ধাদাস গ্রামের মৃত আফসার মণ্ডলের ছেলে বুলবুল (৫০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চককাপাসিয়া কাকমারী গ্রামে অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবাসহ মাদক জনী সরকারকে আটক করে। আসামীর রিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, অপর এক অভিযানে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর বেলপুকুর থানাধীন ধাদাস গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুলবুলকে আটক করে। আসামীর রিরুদ্ধে রাজশাহী মহানগর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর