নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলা দুর্গাপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রাজশাহী মহানগর : র্যাব-৫, রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগর মতিহার থানাধীন ২৭ নং ওয়ার্ডের উপর ভদ্রা গ্রামস্থ মেসার্স আব্দুস সালাম খান চৌধুরী এন্ড সন্স
বাবুল ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান চালিয়ে বাঘা থানার যোথরা গ্রামের শাহীন (২৫) কে ৩৮৪ পিস ইয়াবাসহ আটক করে। অপর দিকে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন কুহার গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এমকে