নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে নগরীর শাহমখদুম থানা পুলিশ নওদাপাড়া বাস টার্মিনালের পাশ থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো, রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামের ইসমাইলের ছেলে আলতাব হোসেন ও
একই উপজেলার শেখপাড়া গ্রামের এছের আলীর ছেলে আইনাল হক। নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, নগরীর নওদাপাড়া বাস টার্মিনালের সামনে সিএনজিতে তল্লাশী চালিয়ে তাদের ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।