নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ১২০ পিস ইয়াবাসহ পান্না নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে কাশিয়াডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। সে নগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকার বাবুর ছেলে।
জানা গেছে, নগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা এলাকায় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে ডিবি ঘটনাস্থলে গিয়ে তাকে ১২০ পিস ইয়াবাসহ আটক করে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার সময় গাড়ী থেকে লাফ দিয়ে পালানোর সময় অন্ডকোষে আঘাত পেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আল আমিন বলেন, ইয়াবাসহ পান্নাকে আটক করে নিয়ে আসার সময় গাড়ী থেকে লাফ দিয়ে সামান্য আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।