নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৩১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর শাহমখদুম থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো, নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনী এলাকার খালেকের ছেলে সাব্বির হোসেন (৩২), চন্দ্রিমা থানার আসাম কলোনির আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর (৩৩) ও বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকার মৃত আবুলের ছেলে আজিম (৩১)। এ ঘটনায় পলাতক আসামী হচ্ছে নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম এলাকার
খোকন আলীর ছেলে এখলাস হোসেন তুহিন (৩৭)। এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম এলাকার খোকন আলীর ছেলে এখলাস হোসেন তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে বাড়ির মালিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস