রাজশাহী মহানগরীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলো৷ রাজশাহী জেলার চারঘাট থানার জয়পুর পূর্বপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিন নিরার ছেলে দুলু (৩৪)।
পুলিশ জানয়, ’বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তালাইমারী শহীদ মিনারের সামনে এক ব্যাক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬.৪৫ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ দুলুকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।