1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ইমো হ্যাক প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্য আটক - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

রাজশাহীতে ইমো হ্যাক প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্য আটক

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

রাজশাহীর বাঘায় ইমু হ্যাক প্রতারণাকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে,  রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিপুরর গোলাম রাব্বী (১৯) ও সেলিম রেজা @ সাদ্দাম (২৬)। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম জানান,   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ জানতে পারে উল্লেখিত আসামি দুইজন দেশ/বিদেশে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নম্বরের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইমো অ্যাকাউন্টে তাদের নিজ নামের মোবাইল নম্বর ব্যবহার না করে এলাকার পরিচিত অন্য কোন ব্যক্তির এনআইডির মাধ্যমে মোবাইল নম্বর ব্যবহার করে ইমো আইডি খুলে হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। এরপর ডিবির একটি টিম বাঘা থানার পানিকামড়া বাজার এলাকা হতে উল্লেখিত আসামি দুইজনকে তিনটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি দুইজন জিজ্ঞাসাবাদে জানায় যে, পরস্পর যোগসাজসে তারা প্রবাসীসহ দেশের বিভিন্ন বয়সী মানুষ এর কাছে ইমো ম্যাসেনজারে বিভিন্ন অপরিচিত ব্যক্তিকে অ্যাড করে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে উক্ত ব্যক্তিদের ইমো আইডি হ্যাক করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রকৃত

অ্যাকাউন্টধারীর কাছ থেকে বিভিন্ন কৌশলে ওটিপি পিন সংগ্রহ করে এবং ইমো আইডি হ্যাক করে নিজ আয়ত্তে নিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে তাদের আসল পরিচয় গোপন করে প্রকৃত অ্যাকাউন্টধারীর ছদ্মবেশ ধারন করে নিকটতম আত্মীয় স্বজনদেরকে ম্যাসেজ এর মাধ্যমে বিভিন্ন সমস্যার কারণ দেখিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে। তাদের এ প্রতারণামূলক কাজের সাথে আরো বেশ কয়েকজন জড়িত আছে মর্মে তারা জানায়। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে, গত ১৮-৮-২০২১ তারিখ রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর পক্ষ থেকে ইমো ও বিকাশ ব্যবহার করে প্রতারণাকারী হ্যাকারচক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত নাগরিকগনের দৃষ্টি আকর্ষন করে রাজশাহী জেলা পুলিশ নামক ফেসবুক পেইজে একটি পোস্ট দেয়া হয়েছিল। এছাড়া রাজশাহীর সম্মানিত নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যারা বিকাশ ও ইমোর মাধ্যমে হ্যাকারচক্রের মাধ্যমে প্রতারিত হচ্ছেন তারা হ্যাকারদের সম্পর্কে তথ্য দিলে জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST