নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ইন্টার্ন চিকিৎসক, ৪ জন নার্স ও ইসলামী হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকসহ আরো ২৭ জন করোনা পজিটিভ হয়েছেন। আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষা ২৭ জনের করোনা পজেটিভ হয়। আজ শনিবার রাত পৌনে নটার দিকে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
করোনা ভাইরাস আক্রান্তরা হলেন, রামেক হাসপাতালের ইউরোলজি বিভাগের ডা. মনন, নুরুন্নবী হোস্টেলের ডা. সাকিব, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল নওদাপাড়ার ইন্টার্ন চিকিৎসক ডা. সিদ্দিকা, সুমন, ফারহা, নাসরিন, সারোয়ার, রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার সাদেকুল, রামেক হাসপাতালের নার্স
আমিনা, নার্স রেহানা, হাসিবুল, নগরীর ৪ নং ওয়ার্ডের মেহেরজান, পবার আমজাদ, রামেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডের হানিফ, রেজিয়া, শরিফুল, শামিমা, রামেক হাসপাতালের নার্স দেলোয়ার, নার্স রুনা লায়লা, শিরোইল এলাকার তৌসিফ আমিন, বাগমারা উপজেলার গোরাঙ্গ, সিরাজুল, তাহের, বাঘা উপজেলার শাহজাহান, ইস্তিয়াক ও চারঘাট উপজেলার ওমর সানি।
এমকে