নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ভবন থেকে মোফাজ্জল নামের যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ইউপি চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মঞ্জিল, স্ত্রী, ,শ্বশুর ও শাশুড়িসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। নিহতের ভাই উজ্জল আলী বাদী হয়ে এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন, নিহতের শ্বশুর রফিকুল, শাশুড়ি রেজেনা ও স্ত্রী রিয়া। আজ রোববার সন্ধ্যায় নগরের দামকুড়া থানায়
এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলার পর থেকে চেয়ারম্যান মঞ্জিলসহ আসামীরা পলাতক রয়েছে। এ তথ্য নিশ্চিত করে দামকুড়া অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম বলেন, যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় মঞ্জিল চেয়ারম্যানসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আজ রোববার সকালে হরিপুর ইউপি ভবনের একটি কক্ষে আটকে থাকা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এরপরই হত্যা মামলাটি দায়ের করা হলো।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।