1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ-গুলিবিদ্ধ ১ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ-গুলিবিদ্ধ ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বালিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এই ঘটনা পরিপ্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

গুড্ডু কাউন্সিলর মনের অনুসারী বলে জানা গেছে। সে নগরী বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে, রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ গুড্ডুর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা।

অন্যদিকে, সংঘর্ষের ঘটনার পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত আছি। এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST