নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়কর মেলার দ্বিতীয় দিনে ৪৩ লাখ টাকা আদায় হয়েছে। ছুটির দিন থাকার পরেও প্রচুর লোক সমাগম হয়। কর অঞ্চল-রাজশাহী’র সদর ৬টি সার্কেলে শুক্রবার সারাদিনে ১২৩৯টি আয়কর রিটার্ন জমা পড়েছে। রিটার্নের সাথে সরকারী
কোষাগারে জমাকৃত রাজস্বের পরিমাণ ৪৩,০৬,৩০১ টাকা। নতুন ই-টিআিইএন রেজিস্ট্রেশন হয়েছে ৩৫ টি। সেবা গ্রহীতার সংখ্যা ৪৫০০ জন। অনেক করদাতা অনলাইনেও আয়কর রিটার্ন দাখিল করছেন। মেলার কার্যক্রম আরও পাঁচ দিন চলবে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আর/এস