নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম দিনে ১ কোটি ২৭ লাখ ৪ হাজার ৩৮৭ টাকা আদায় হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলে। বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি থেকে আয়কর মেলার উদ্বোধন করেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জামাল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম, কাস্টামস এক্সাইজ
ও ভ্যাট কমিশনার লুৎফর রহমান, কর আপিল অঞ্চলের কর কমিশনার মাসুদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেলার প্রথম দিনে সেবা গ্রহীতা ছিলেন, ৩,৫০০ জন, মোট দাখিলকৃত আয়কর রিটার্নের সংখ্যা ১,৪৮৮ টি এবং মোট আয়কর আদায়ের পরিমাণ ১,২৭,০৪,৩৮৭ টাকা। মেলা প্রাঙ্গণে আয়কর রিটার্ন পূরণ পরামর্শ ডেস্ক, ফটোকপি সুবিধা, ব্যাংক বুথ সেবা ও ই-পেমেন্ট সেবাসহ ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যাচ্ছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
আর/এস