নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আষাড়ের প্রথম বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে হালকা বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আবার বৃষ্টির পরিমাণ কমে যায়। শুক্রবার দুপুর ১২টার দিক থেকে রাজশাহী মহানগরীর আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। ২৫ মিনিটের মধ্যে
রাজশাহীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ায় রাজশাহীর আবহাওয়া কিছুটা শীতল হয়ে যায়। তবে সাথে সাথে গরমের পরিমাণ কমেনি। পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ভারী বৃষ্টিপাত হয়। এরপর আর বৃষ্টি না হয়নি। বৃষ্টি না হওয়ায় রাজশাহীদে তীব্র তাপদাহে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। সেই সাথে পাল্লা দিয়ে দিল
বিদ্যুতের লোডশেডিং। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েন। এরপর গত সোমবার বিকেলে হালকা বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি হলেও আবার তীব্র তাপদাহে পুড়তে থাকে রাজশাহী। শুক্রবার দুপুর থেকেও হালকা বৃষ্টিপাত শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে হালকা বৃষ্টিপাত অব্যাহত ছিল।
এস/আর